IBPS-এ নিয়োগ প্রক্রিয়া শুরু ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সরকার সমর্থিত এবং ব্যাপক সুযোগ-সুবিধাসহ একটি স্থিতিশীল ও সম্মানজনক কর্মক্ষেত্র। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক পদে চাকরি পেতে হলে বসতেই হবে IBPS পরীক্ষায়। শুরু হতে চলেছে দেশের ১১টি ব্যাঙ্কে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৩০৪৯টি শূন্যপদে প্রোবেশনারি অফিসার তথা ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ প্রক্রিয়া তথা IBPS CRP PO/ MT- 13।

এতে অংশগ্রহণকারী ১১টি ব্যাঙ্ক হল – ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রোবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি ছাড়াও IBPS-এর মাধ্যমেই উল্লিখিত ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২০২৪- ২৫ অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ আধিকারিক তথা স্পেশালিস্ট অফিসার নিয়োগে ১৪০টি শূন্যপদে প্রার্থীবাছাইয়ের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পরীক্ষার নাম IBPS CRP SPL-13। যে সমস্ত ক্ষেত্রে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার নিয়োগ হবে, সেগুলি হল— আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচ.আর/ পার্সেনেল অফিসার এবং মার্কেটিং অফিসার।

  • যোগ্যতা

IBPS CRP PO/ MT- 13 পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে গ্র্যাজুয়েট হতে হবে। পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি, বা অ্যাকাউন্ট্যান্সিতে ডিগ্রিধারী প্রার্থীদের IBPS CRP SPL-13 পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার নিয়োগের ক্ষেত্রে (ম্যানেজমেন্টের প্রযোজ্য ক্ষেত্রে এমবিএ কিংবা পিজিডিবিএম) অগ্রাধিকার দেওয়া হবে। বিশদ শিক্ষাগত যোগ্যতা  IBPS-এর ওয়েবসাইটে দেওয়া আছে।

  • বয়সসীমা

১ অগস্ট, ২০২৩ তারিখের নিরিখে প্রার্থীর বয়স হতে হবে ২০ বছরের উপরে কিংবা ৩০ বছরের নিচে। সেক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ হওয়া উচিত ০২.০৮.১৯৯৩ থেকে ০১.০৮.২০০৩-এর মধ্যে। বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মানুসারে তফসিলি জাতি ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।

IBPS CRP SPL-13 পরীক্ষা দিয়ে স্পেশালিস্ট স্কেল ১ অফিসার বাছাইয়ে ক্ষেত্রেও বয়সসীমা ১ আগস্ট, ২০২৩-এর নিরিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা সরকারি নিয়মানুসার বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

  • বাছাই প্রক্রিয়া

IBPS CRP PO/ MT- 13 পরীক্ষাটির তিনটি পর্যায়। প্রথম পর্যায় প্রিলিমিনারি, যা আসলে কেবলমাত্র যোগ্যতা নির্ধারক। তার পর মেইন এবং একদম চূড়ান্ত পর্বে ইন্টারভিউ। দুটি লিখিত পরীক্ষাই সর্বভারতীয় স্তরে অনলাইন পদ্ধতিতে নেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রিলিমিনারি হতে পারে বলে আশা করা যায়। মেইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা নভেম্বর মাসে। সেক্ষেত্রে, ইন্টারভিউ ২০২৪ সালের জানুয়ারি- ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে।

স্পেশালিস্ট স্কেল ১ অফিসার প্রার্থী বাছাইয়েও তিনটি পর্যায়— প্রিলিমস, মেইন এবং ইন্টারভিউ। চলতি বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমস, 28 জানুয়ারি, ২০২৪ মেইন এবং আগামী বছরের ফেব্রুয়ারি- মার্চ মাসে ইন্টারভিউ আয়োজিত হওয়ার সম্ভাবনা আছে।

  • পরীক্ষার প্যাটার্ন

সর্বপ্রথম প্রিলিনস পরীক্ষা ৬০ মিনিটের যেখানে ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ইংলিশ ল্যাঙ্গোয়েজ থেকে ৩০টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে  ৩৫টি প্রশ্ন এবং রিজনিং এবিলিটি থেকে ৩৫টি প্রশ্নের বিষয়ভিত্তিক বিভাজন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং আছে। প্রিলিমসে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে আলাদাভাবে কাট অফ মার্ক স্কোর করতে হবে, তবেই মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মিলবে। প্রিলিমস পরীক্ষার সর্বভারতীয় পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলি হল—হুগলি, হাওড়া, কল্যাণী, বৃহত্তর কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর এবং শিলিগুড়ি।

যেসব প্রার্থীরা প্রিলিমসে পাস করবে কেবল তারাই বসতে পারবে মেইন পরীক্ষায়, যার পূর্ণমান ২০০ এবং মেয়াদ ৩ ঘণ্টা ৩০ মিনিট। মেইনসের বিষয় বিভাজন এরকম: রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে ৪৫টি প্রশ্ন-  ৬০ মিনিট, ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৩৫টি প্রশ্ন- ৪০ মিনিট, জেনারেল ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ৪০টি প্রশ্ন- ৩৫ মিনিট, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ৩৫টি প্রশ্ন- ৪৫ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১ এবং এখানেও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং আছে। এর সঙ্গেই থাকবে আরও ২৫ নম্বরের ইংলিশ ল্যাঙ্গোয়েজে লেটার এবং এসে রাইটিং যার জন্য বরাদ্দ সময় ৩০ মিনিট। আগের মত এই মেইন সেকশনেও উত্তীর্ণ হিসেবে বিবেচিত হতে গেলে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে আলাদাভাবে কাট অব মার্ক বা তার বেশি নম্বর পেতে হবে।

উপরিউক্ত শর্তগুলি পূরণ করে উত্তীর্ণ হিসেবে বিবেচিত প্রার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে কেবলমাত্র মেন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মেধাতালিকাভুক্ত প্রার্থীদের ক্যাটেগরি অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউর পূর্ণমান ১০০ নম্বর। এখানে একজন প্রার্থীকে কমপক্ষে ৪০% (সংরক্ষিত ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে কমপক্ষে ৩৫%) নম্বর পেতে হবে। মেইন পরীক্ষায় পাওয়া নম্বর এবং ইন্টারভিউতে পাওয়া নম্বর ৮০: ২০ অনুপাতে বিচার করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। CRP PO/ MT- 13-র স্কোর কার্ড বৈধ থাকবে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত।

  • আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে। প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং অক্ষর নির্ধারিত ফরম্যাট ও সাইজে (ছবি: ২,০০×২৩০ পিক্সেল, ২০-৫০ কেবি; স্বাক্ষর: ১৪×৬০ পিক্সেল, ১০-২০ কেবি; বাম হাতের বুড়ো আঙুলের ছাপ: ২৪০×২৪০ পিক্সেল, ২০-৫০ কেবি, নিজের হাতে লেখা নির্ধারিত বয়ানে ঘোষণাপত্র বা ডিক্লারেশন: ৮০০×৪০০ পিক্সেল, ৫০-১০০ কেবি) স্ক্যান করে রাখতে হবে। প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং চালু মোবাইল নম্বর থাকা আবশ্যক।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২১ আগস্ট। পরীক্ষার ফি ৮৫০ টাকা। সংরক্ষিত তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ১৭৫ টাকা। বিশদে জানতে IBPS-এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

IBPS Clerk 2023; বিজ্ঞপ্তি প্রকাশিত

IBPS Clerk 2023-এর  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে www.ibps.in এই ওয়েবসাইটে। IBPS Clerk 2023-এর বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত তথ্যগুলি এই নিবন্ধে আলোচনা করা হল।  

IBPS কী?

IBPS –এর পুরো কথা হল Institute of Banking Personnel Selection। IBPS দ্বারা ব্যাঙ্কের ক্লারিক্যাল শূন্যপদগুলির জন্য কর্মী নিযুক্ত হয়।

  • যারা ব্যাঙ্কিং ক্ষেত্রে IBPS ক্লার্কের জন্য প্রার্থী এবার তাদের অপেক্ষার পালা শেষ। কারণ 27 জুন 2023 তারিখে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ প্রকাশিত হয়েছে 2023 IBPS Clerk –এর বিজ্ঞপ্তি। প্রার্থীরা 1 জুলাই 2023 থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ 21 জুলাই 2023।
  • IBPS-এ অংশগ্রহণকারী ব্যাঙ্ক ১১টি-
  1. Bank of Baroda
  2. Bank of India
  3. Bank of Maharashtra
  4. Canara Bank
  5. Central Bank of India
  6. Indian Bank
  7. Indian Overseas Bank
  8. Punjab National bank
  9. Punjab and Sind Bank
  10. UCO Bank
  11. Union Bank of India

এই ১১টি ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের জন্য সাধারণ নিয়োগ প্রক্রিয়া হল CRP অর্থাৎ Common Recruitment Prosses.   2023-এ হতে চলেছে ১৩তম নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ   CRP CLERKS-XIII যার দ্বারা নিয়োগ হবে 2024-25 অর্থবর্ষের শূন্যপদগুলিতে।

IBPS Clerk 2023 পরীক্ষার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি হলঃ

IBPS Clerk 2023

পরিচালনা কর্তৃপক্ষ

Institute of Banking Personnel Selection

(ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন) (IBPS)

পরীক্ষার নাম

IBPS Clerk CRP XIII

পোস্ট

Clerical Cadre বা করণিক

পরীক্ষার স্তর

জাতীয়

অ্যাপ্লিকেশন মোড

অনলাইন

শূন্যপদ

4,545

বিভাগ

ব্যাঙ্ক

বিজ্ঞপ্তি

প্রকাশিত 

প্রশ্নের ভাষা

ইংরেজি এবং হিন্দি সহ 13টি ভাষা

প্রশ্নের প্রকৃতি

MCQ

পরীক্ষার মোড

অনলাইন

IBPS Clerk পরীক্ষার পর্যায়

Two tire প্রিলি ও মেইনস পরীক্ষা

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক

বয়সসীমা

20 বছর - 28 বছর

সরকারি ওয়েবসাইট

www.ibps.in

অফিসিয়াল ওয়েবসাইটে IBPS Clerk বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রিলি এবং মেইন পরীক্ষাসহ সমস্ত গুরুত্বপূর্ণ তারিখের এইরকম একটি তালিকা প্রকাশিত হয়েছে --

IBPS Clerk 2023 পরীক্ষার তারিখ: গুরুত্বপূর্ণ বিবরণ

IBPS Clerk 2023 ইভেন্ট

তারিখ

IBPS Clerk 2023 বিজ্ঞপ্তি প্রকাশ

27 জুন 2023

IBPS Clerk 2023 অনলাইন আবেদন শুরু

1 জুলাই 2023

IBPS Clerk 2023 অনলাইনে আবেদন করার শেষ তারিখ

21 জুলাই 2023

IBPS Clerk 2023 প্রিলিমস অ্যাডমিট কার্ড 

-

প্রিলিমিনারি- অনলাইন পরীক্ষা 

26 ও  27 আগস্ট এবং 2 সেপ্টেম্বর 2023

আইবিপিএস ক্লার্ক মেইন অ্যাডমিট কার্ড

-

মেইন- অনলাইন পরীক্ষা 

অক্টোবর 2023

IBPS Clerk 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 27 জুন 2023-এ। IBPS Clerk-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 1 জুলাই 2023-এ শুরু হয়েছে। আবেদনের শেষ দিন 2023-এর 21 জুলাই। আগ্রহী প্রার্থীদের জন্য এই সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

IBPS ক্লার্ক 2023; শূন্যপদ

IBPS Clerk 2023 বিজ্ঞপ্তির সাথে শূন্যপদের যে বিবরণ প্রকাশ করেছে তা নিম্নরূপ। এরসঙ্গে পূর্ববর্তী বছরের শূন্যপদের তালিকারও তুলনা করা যেতে পারে।

বছর

শূন্যপদ

2024 - 25

4,545

2022 – 23

6,035

2021 – 22

7,855

2020 – 21

2,557

2019 – 20

12,075

IBPS Clerk 2023; অনলাইন আবেদন

IBPS Clerk 2023–এর অনলাইন আবেদন 1 জুলাই 2023 থেকে শুরু হয়েছে৷ প্রার্থীদের প্রয়োজনীয় নথি এবং নিজের হাতে লেখা বিবৃতিসহ অনলাইন আবেদন জমা দিতে হবে৷ IBPS Clerk CRP-XIII- এর জন্য অনলাইন আবেদন করার শেষ তারিখ 21 জুলাই 2023৷

IBPS Clerk 2023; রেজিস্ট্রেশনের নানা ধাপ

IBPS Clerk Exam 2023- এর জন্য আবেদন করার ধাপগুলি হলঃ-

  1. অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ প্রবেশ
  2. IBPS Clerk 2023 এর জন্য অনলাইন রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
  3. ব্যক্তিগত শংসাপত্র, ফোন নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ব্যক্তিগত বিবরণ এবং যোগাযোগের বিবরণ পূরণ করতে হবে।
  5. রেজিস্ট্রেশন সফল হওয়ার পর একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।
  6. প্রাপ্ত রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং ক্যাপচা ব্যবহার করে ভেরিফাই বা যাচাই করতে হবে।
  7. লগ ইন বাটনে ক্লিক করে ফর্মটির বিস্তারিত বিবরণ পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  8. প্রয়োজনীয় আবেদন ফি অনলাইনেই দিতে হবে।
  9. ফর্ম ফিল আপ হয়ে গেলে তা নিজের কাছে এক কপি সেভ করে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য।

প্রার্থীদের অবশ্যই সতর্ক থাকতে হবে শেষ তারিখের আগে আবেদন সম্পূর্ণ করার ব্যাপারে।

IBPS Clerk 2023; আবেদন ফি

IBPS Clerk 2023 পরীক্ষার আবেদনের ফি প্রার্থীর সামাজিক অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। SC/ST/PWD বিভাগের অন্তর্গত প্রার্থীদের জন্য, আবেদন ফি হল 175/- টাকা। মনে রাখতে হবে যে এই ফি শুধুমাত্র ইনটিমেশন চার্জ । অন্যদিকে, সাধারণ এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য, আবেদন ফি হল 850/- টাকা। এই ফিতে ইনটিমেশন চার্জ এবং অ্যাপ্লিকেশন ফি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের তাদের বিভাগ অনুযায়ী উপযুক্ত ফি দিতে হবে। আবেদন ফি জমা দিলে তবেই IBPS ক্লার্কের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিভাগ অনুযায়ী আবেদন ফি-র সারণীঃ-

IBPS clerk 2023 আবেদন ফি

শ্রেণি

আবেদন ফি

SC/ST/ PwD

175/- (শুধুমাত্র ইনটিমেশন চার্জ)

সাধারণ এবং অন্যান্য

            850/- (সূচনা চার্জ সহ ফি)

IBPS Clerk 2023; যোগ্যতার মানদণ্ড

IBPS clerk- এর সাম্প্রতিক বিজ্ঞপ্তি 2023 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার একটি মানদণ্ড রয়েছে৷ প্রার্থীরা IBPS ক্লার্ক পরীক্ষা 2023-এর জন্য আবেদন করার জন্য যোগ্য যদি তিনি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কম্পিউটার জ্ঞানের সমস্ত শর্তগুলি পূরণ করেন৷

IBPS Clerk 2023; শিক্ষাগত যোগ্যতা

IBPS Clerk Recruitment 2023-এর জন্য আবেদন করতে হলে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে একটি স্নাতক বা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই একটি বৈধ মার্ক-শিট বা ডিগ্রির শংসাপত্র থাকতে হবে যে তিনি নিবন্ধন করার দিনে স্নাতক হয়েছেন। IBPS Clerk 2023-র জন্য অনলাইনে আবেদন করার সময় স্নাতকের প্রাপ্ত নম্বরের শতাংশ নির্দেশ করতে হবে।

 IBPS Clerk 2023; কম্পিউটার জ্ঞান

কম্পিউটার সিস্টেম অপারেটিং এবং কম্পিউটারে কাজের জ্ঞান বাধ্যতামূলক, যেমন প্রার্থীদের কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুগুয়েজের সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। হাই স্কুল, কলেজ, ইনস্টিটিউটে পাঠ্যবিষয়গুলির মধ্যে কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি অন্যতম একটি বিষয় হিসাবে থাকতে হবে।

যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদগুলির জন্য প্রার্থী আবেদন করতে চান সেখানকার সরকারি ভাষায় দক্ষতা অর্থাৎ পড়তে, লিখতে এবং বলতে জানলে তা অগ্রাধিকার পাবে।

প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে অন্তত ম্যাট্রিকুলেশন থাকতে হবে। প্রাক্তন সৈন্যরা যাঁরা সশস্ত্র বাহিনীতে কমপক্ষে 15 বছর চাকরি করার পরে নৌবাহিনী বা বিমান বাহিনীতে আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেট পেয়েছেন তাঁরা এই পোস্টটির জন্য আবেদন করার যোগ্য।

 IBPS Clerk 2023; বয়সসীমা

IBPS Clerk নিয়োগের নির্ধারিত বয়সসীমা এইরকম

ন্যূনতম বয়স: 20 বছর

সর্বোচ্চ বয়স: 28 বছর

IBPS Clerk 2023-এর জন্য বয়স শিথিলকরণ

বয়স শিথিলকরণ সারণি

ক্রম নং

শ্রেণি

বয়স শিথিলকরণ

01

তফসিলি জাতি / তফসিলি উপজাতি

5 বছর

02

অন্যান্য অনগ্রসর শ্রেণি (নন ক্রিমি লেয়ার)

3 বছর

03

প্রতিবন্ধী ব্যক্তি

10 বছর

04

প্রাক্তন - সার্ভিসম্যান / অক্ষম প্রাক্তন - সার্ভিসম্যান

প্রতিরক্ষা বাহিনীতে অবসর নেওয়ার থেকে 3 বছর পর্যন্ত   (SC/ST-এর অন্তর্গত প্রতিবন্ধী প্রাক্তন সেনাদের জন্য 8 বছর) সর্বোচ্চ বয়সসীমা 50 বছর 

05

বিধবা, বিবাহবিচ্ছিন্ন নারী এবং স্বামীবিচ্ছিন্ন যে নারীরা পুনরায় বিয়ে করেননি

9 বছর

06

1984 সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা

5 বছর

IBPS Clerk 2023; নির্বাচন প্রক্রিয়া

IBPS Clerk 2023-এর বিজ্ঞপ্তি অনুসারে, আইবিপিএস ক্লার্কের পদ নির্বাচনের জন্য কোনও ইন্টারভিউ প্রক্রিয়ার প্রয়োজন নেই, মেইন পরীক্ষার ফলাফলকে 100% গুরুত্ব দেওয়া হয় । যে প্রার্থীরা IBPS Clerk 2023 প্রিলিমিনারি পাশ করে তালিকাভুক্ত হবেন তারাই IBPS Clerk 2023-এর মেইন পরীক্ষা জন্য উপস্থিত হতে পারবেন।

IBPS Clerk 2023; পরীক্ষার প্যাটার্ন

IBPS Clerk 2023 পরীক্ষা  দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে: প্রিলি এবং মেইন। IBPS Clerk 2023 প্রিলি পরীক্ষার প্যাটার্ন নিচে দেওয়া হল। প্রিলি পরীক্ষা 100 নম্বরের, সময় 1-ঘণ্টা এবং মেইন পরীক্ষা 200 নম্বরের তার জন্য বরাদ্দ সময় 160 মিনিট।

IBPS Clerk 2023 পরীক্ষার প্যাটার্ন

IBPS Clerk পরীক্ষার পর্যায়

বিষয়

প্রশ্নের সংখ্যা

নম্বর

সময়কাল

প্রিলিমিনারি পরীক্ষা

ইংরেজি ভাষা

30

30

20 মিনিট

নিউমেরিক্যাল এবিলিটি

35

35

20 মিনিট

রিজনিং এবিলিটি

35

35

20 মিনিট

মোট

 

100

100

1 ঘন্টা

মেইনস পরীক্ষা

ইংরেজি ভাষা

40

40

35 মিনিট

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড

50

50

45 মিনিট

রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার

50

60

45 মিনিট

জেনারেল/ ফিনানশিয়াল অ্যাওয়ারনেস

50

50

35 মিনিট

মোট

 

190

200

2 ঘন্টা 40 মিনিট

IBPS Clerk 2023; নেগেটিভ মার্কিং

  • নেগেটিভ মার্কিং থাকবে। ভুল উত্তর দিলে নির্দিষ্ট প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের ¼ বা 0.25 কাটা যাবে প্রধান এবং প্রিলিম উভয় ক্ষেত্রেই MCQ থাকবে ।
  • সাধারণ ইংরেজির পরীক্ষা ব্যতীত বস্তুনিষ্ঠ পরীক্ষার প্রশ্নগুলো হবে দ্বিভাষিক অর্থাৎ ইংরেজি ও হিন্দিতে।

IBPS Clerk 2023; সিলেবাস

সাধারণত, IBPS Clerk Bank Exam 2023-এ প্রাথমিক পরীক্ষার জন্য কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংরেজি থাকে। IBPS Clerk মেইনস পরীক্ষায় কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবং ইংরেজি ছাড়াও সাধারণ জ্ঞান এবং কম্পিউটার জ্ঞানের বিষয় থাকবে।

IBPS Clerk 2023; বেতন কাঠামো

একজন IBPS ক্লার্কের প্রাথমিক বেতন প্রতি মাসে 28,000 থেকে 30,000 টাকা। IBPS Clerk  2023-এর মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতাসহ প্রারম্ভিক বেসিক বেতন হল 19,900 টাকা। IBPS ক্লার্কের বেতন কাঠামোর তালিকাঃ

IBPS Clerk বেতন কাঠামো

বেতন গঠন

পরিমাণ ( টাকায় ।)

মূল বেতন

19,900/-

মহার্ঘ ভাতা

পরিবর্তনশীল

বাড়ি ভাড়া ভাতা

পরিবর্তনশীল

মেডিকেল ভাতা

পরিবর্তনশীল

পরিবহন ভাতা

পরিবর্তনশীল

মোট বেতন (প্রায়)

28,000 – 30,000

IBPS Clerk 2023; প্রাক-পরীক্ষা প্রশিক্ষণ

IBPS নির্দিষ্ট কেন্দ্রে SC/ST/ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য প্রাক্‌-পরীক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রার্থীরা প্রশিক্ষণ গ্রহণের জন্য অনলাইনে আবেদন করার সময় প্রাসঙ্গিক কলামের পাশের নির্দেশে ক্লিক করে এটি পেতে পারেন। নিচে প্রাক-পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলির তালিকা রয়েছে:

উত্তর অঞ্চল কেন্দ্র

দক্ষিণ অঞ্চল কেন্দ্র

পূর্ব অঞ্চল কেন্দ্র

পশ্চিম অঞ্চল কেন্দ্র

আগ্রা

বেঙ্গালুরু

আগরতলা

আহমেদাবাদ

এলাহাবাদ

চেন্নাই

বালাসোর

ঔরঙ্গবাদ

অমৃতসর

কোয়েম্বাটুর

বেহরামপুর (গঞ্জাম)

ভোপাল

বরেলি

গুলবর্গা

ভুবনেশ্বর

ইন্দোর

চণ্ডীগড়

হায়দ্রাবাদ

ধানবাদ

জবলপুর

দেরাদুন

কাভারত্তি

গুয়াহাটি

জয়পুর

গোরখপুর

কোচি

হুলি

যোধপুর

জম্মু

মাদুরাই

কলকাতা

মুম্বই

কানপুর

ম্যাঙ্গালোর

মুজাফফরপুর

নাগপুর

কর্নাল

মহীশূর

পাটনা

পানাজি (গোয়া)

লখনউ

পোর্ট ব্লেয়ার

রাঁচি

পুনে

লুধিয়ানা

পুদুচেরি

সম্বলপুর

রায়পুর

নতুন দিল্লি

থিরুচিরাপল্লী

শিলং

রাজকোট

পাতিয়ালা

তিরুবনন্তপুরম

শিলিগুড়ি

ভাদোদরা

রোহতক

বিজয়ওয়াড়া

তিরুপতি

-

সিমলা

বিশাখাপত্তনম

-

-

বারাণসী

-

-

-

IBPS Clerk 2023; রেজাল্ট

IBPS Clerk 2023 পরীক্ষার ফলাফল প্রতিটি ধাপের জন্য আলাদাভাবে প্রকাশিত হবে। চূড়ান্ত রাজ্যভিত্তিক মেধা তালিকা এবং বিভাগ-ভিত্তিক মেধা তালিকা অনলাইন মেইন পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ক্রম অনুসারে প্রস্তুত করা হবে। যে প্রার্থীদের নির্ধারিত মেধা তালিকায় থাকবে পরে তাদের ব্যাঙ্কগুলিতে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।

IBPS Clerk 2023; কাট অফ

IBPS Clerk কাট-অফ হল প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা যার ভিত্তিতে পরীক্ষায় প্রার্থীর চূড়ান্ত নির্বাচন হবে। পরীক্ষার ফলাফলের সাথে কাট-অফ বের হবে। কাট-অফ পূর্ববর্তী বছরের ফলাফল থেকে অনুমান করা যেতে পারে।